ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

লন্ডনে কুলসুমের জানাজায় শতাধিক ব্যক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজের জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজায় নওয়াজ পরিবারের আত্মীয়স্বজনসহ শতাধিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী অংশ নেন।

আজ বৃহস্পতিবার লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে সম্পন্ন হয় কুলসুম নওয়াজের জানাজা। পিএমএল-এন দলের বর্তমান সভাপতি শাহবাজ শরীফ, ইশরাজ দারসহ এবং কুলসুমের মেয়ে আসমাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য এতে অংশ নেন। তবে প্যারোলে মুক্তি পেলেও লন্ডনে আসার অনুমতি পাননি নওয়াজ শরীফ এবং মরিয়ম নওয়াজ।

লন্ডন থেকে কুলসুমের মরদেশ পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য গতকালই ইংল্যান্ডে পৌঁছান শাহবাজ শরীফ। স্থানীয় সময় আজ সন্ধ্যায় পাকিস্তান বিমানের একটি ফ্লাইটে কুলসুমের মরদেহের কফিন পাকিস্তানে আনা হবে। আগামীকাল শুক্রবার লাহোরে আয়োজিত হবে কুলসুমের দ্বিতীয় নামাজে জানাজা।

শুক্রবার বিকেল ৫টায় শরীফ মেডিকেল সিটিতে এই নামাজে জানাজা আয়োজিত হবে বলে জানিয়েছেন পিএমএল-এন মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব। ইতিমধ্যে জানাজার সকল প্রস্তুতি তদারকি করেছেন প্যারোলে মুক্তি পাওয়া নওয়াজ শরীফ।

জানাজার পর জাতি উমরায় পারিবারিক কবরস্থানে শ্বশুড় মিয়ান শরিফ এবং ভাসুর আব্বাস শরিফের পাশে সমাহিত করা হবে কুলসুমকে।

সূত্রঃ ডন

//এস এইচ এস//  

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি