ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

আমলাতন্ত্রকে রাজনীতি থেকে মুক্ত করা হবে: ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ১৪ সেপ্টেম্বর ২০১৮

আমলাতন্ত্রকে রাজনৈতিক চাপ থেকে মুক্ত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয়, নতুন পাকিস্তান গঠনে রাজনৈতিক নেতাদের পাশাপাশি আমলাদেরও খরচ কমানোর আহ্বান জানান ইমরান।

আজ শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে আমলাদের সামনে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় পাকিস্তানের চ্যালেঞ্জসমূহ তুলে ধরে ইমরান খান বলেন, আগামী দুই বছর আমাদের সহযোগিতা করুন। দেখুন, আমরা একটি নতুন পাকিস্তান উপহার দেবো।

ইমরান খান আরও বলেন, দেশ চালানোর মতো যথেষ্ট অর্থ নেই দেশে। এখনও লাখ লাখ তরুণ বেকার। পাশাপাশি যে ঋণ বিদেশ থেকে আনা হয়েছে, তা আগামী দুই বছরের মধ্যে পরিশোধ করতে হবে। আগের নেতারা দেশে সম্পদ তৈরি করতে দেয়নি। তারা সম্পদ লুটেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী দুই বছরে দেশকে এই অবস্থা থেকে উদ্ধার করতে হলে রাজনীতিবিদদের সাহায্য করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: ডন
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি