ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

কুলসুমের কবর শ্বশুরের পাশেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার লাহোরের পারিবারিক কবরস্থানে শ্বশুরের কবরের পাশে কুলসুমকে দাফন করা হয়েছে।

এদিন সকালে একটি উড়োজাহাজে করে কুলসুমের মৃতদেহ লন্ডন থেকে লাহোরে নেয়া হয় বলে দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।

গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার কুলসুম নওয়াজের মৃত্যু হয়। ডনের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে নওয়াজ শরিফের ছোট ভাই হামজা শাহবাজসহ পরিবারের সদস্যরা কুলসুমের মৃতদেহ গ্রহণ করেন।

আরকে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি