ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

স্ত্রীকে ভালোবেসে নজির গড়লেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

স্বামী-স্ত্রীকে কতটুকু ভালোবাসতে পারে এর নজির গড়েছিলেন মোঘল সম্প্রাট শাহজাহান। যুগে যুগে আরও অনেকেই স্ত্রীকে ভালোবাসার নজির গড়েছেন।

তাদের মধ্যে নতুন করে নাম লেখালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে (৫২)। তিনি তার স্ত্রীকে কাদে নিয়ে কাদামাখা পথ পারি দিয়েছেন।

নিজের টুইটার পেজে এমনই একটি ছবি পোস্ট করেছেন তিনি। টুইটারে ছবি পোস্ট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে ছবিটি। তার এই কাজের জন্য অনেকেই তাকে প্রশংসা করেছেন।

ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘হয়তো স্যার ওয়াল্টার র‌্যালির মতো করিতকর্মা নই। কিন্তু স্ত্রীর পা পরিষ্কার রাখতে একজন পুরুষের যা করা দরকার, সেটাই করেছি।’

উল্লেখ্য, তোবগে ২০১৩ সালের জুলাই থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রেসিডেন্ট।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি