ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

মেরুঅঞ্চলের বরফগলা পরিমাপ করবে আইসিই ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পৃথিবীর মেরুঅঞ্চলের বরফগলা পরিমাপে মহাকাশে যাচ্ছে নাসা’র স্যাটেলাইট- আইসিই ২। ক্যালিফোর্নিয়ার মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা করবে স্যাটেলাইটটি। প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে তিন মাত্রায় বরফের তথ্য সংগ্রহ করবে আইসিই-২। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই গবেষণাকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন গবেষকরা।

বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, পাল্লা দিয়ে গলছে বরফ। প্রতিবছর অ্যান্টার্কর্টিকা ও গ্রিনল্যান্ডে বরফ গলার পরিমাণ কয়েকশ’ টন। পৃথিবীতে এর প্রভাবও ভয়াবহ। একদিকে যেমন বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অন্যদিকে বাড়ছে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও।

এ অবস্থায় বরফ গলার মাত্রা নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। আর এরই ধারাবাহিকতায় মহাকাশে যাত্রা করছে নাসার বিশেষ স্যাটেলাইট- আইসিই দুই।  ডেল্টা-২ রকেটে চড়ে পৃথিবী থেকে প্রায় ৫শ’ কিলোমিটার ওপরে অবস্থান নেবে এই স্যাটেলাইট। পরে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে ঘুরে লেজার লাইটের মাধ্যমে দুই মেরুর বরফ গলার পরিমাপ করবে।

প্রতি সেকেন্ডে ১০ হাজার আলোকরশ্মি ফেলবে এই স্যাটেলাইট। ফোটন কাউন্টিং পদ্ধতি ব্যবহার করে প্রথমবারের মতো থ্রি ডাইমেনশনে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে বরফ¯তরের উচ্চতা, হিমবাহ ও সাগরে ভাসমান বরফের পরিমাপ করবে। একিসঙ্গে প্রথমবারের মতো ভাসমান বরফের নিখুঁত ম্যাপ পাওয়া যাবে।

পৃথিবী পর্যবেক্ষণে এখন পর্যন্ত এটিই নাসার সবচেয়ে বড় উদ্যোগ। এই গবেষণা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন গবেষকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি