ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

লটারি জেতার পর স্বামীকে বিশ্বাস করাতে ব্যর্থ হলেন যিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারে লটারি জেতার পরও স্বামীকে বিশ্বাস করাতে ব্যর্থ হয়েছেন এক নারী। কারণ ওই নারী প্রায়ই স্বামীর সঙ্গে লটারি জেতা নিয়ে মিথ্যা বলে মজা করতেন।

মিথ্যাবাদী রাখালের কথা তো নিশ্চয়ই মনে আছে? প্রতিদিন বাঘ বাঘ করে মানুষকে ভয় দেখাতো সে। এর ফলে সত্যিসত্যি যে দিন বাঘ এসেছিল সে দিন তাকে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। প্রতিদিন এমনই মজা করত ওই নারী। তাই তার স্বামীও বিষয়টির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন।

তাই যখন চারলোট এসে এ সব বিষয়ে কথা বলতেন তখন তা উড়িয়ে দিতেন ড্যানিয়েল পিয়ার্ট। কিন্তু এই দফা সত্যি সত্যি এক মিলিয়ন ডলারের জ্যাকপট জিতেও কোনোভাবে স্বামীকে বিশ্বাস করাতে পারছিলেন ওই নারী। শেষ পর্যন্ত লটারি জেতার বিষয়টির একটি স্ক্রিনশট স্বামীকে পাঠিয়ে বিশ্বাস করাতে সমর্থ হন তিনি। এ মেসেজ দেখে রীতিমতো হতভম্ব হয়ে যান পিয়ার্ট। এখন লটারি জেতার টাকায় একটি বড় বাড়ি কেনার পরিকল্পনা করছেন ওই দম্পতি।

সূত্র: স্কাই নিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি