ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ব্রেক্সিট ইস্যুতে নতুন করে গণভোটের দাবি লন্ডন মেয়রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ব্রেক্সিট কার্যকর হলে ব্রিটেনে বেকারের সংখ্যা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। শুধু তাই নয়, দেশটির আশু অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে নতুন গণভোটের দাবি জানিয়েছেন তিনি।

লন্ডনের দৈনিক পত্রিকা অবজারভারে লেখা এক প্রবন্ধে সাদিক খান ব্রিটিশ সরকারের তুমুল সমালোচনা করেন। খান বলেন, ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটিশ সরকার যে আচরণ করছে, তা খুবই বিপদজনক। প্রতিটি পদক্ষেপেই তেরেসার মের সরকার অপরিপক্কতার পরিচয় দিচ্ছেন। ব্রেক্সিট কার্যকর হলে, ব্রিটেনে কি পরিমাণ বেকারত্ব বাড়বে, তা একবারও চিন্তা করেনি বর্তমান সরকার।

এদিকে লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনেরও তীব্র সমালোচনা করেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আছে ব্রিটেন। এরপরই দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে।

সূত্র: এমজে
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি