ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

২০৪৭ সালে ফের ভাগ হবে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ‘২০৪৭ সালে ভারত আবার ভাগ হবে। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল, ২০৪৭ সালে ফের তার পুনরাবৃত্তি ঘটবে।’ রোববার ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই নেতা এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই ৭২ বছরে দেশের জনসংখ্যা ৩৩ কোটি থেকে ১৩৫.৭ কোটিতে দাঁড়িয়েছে। আর এটাই দেশভাগ হওয়ার জন্য বড় কারণ।’নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ না করে টুইটারে গিরিরাজ সিং বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী শক্তির সংখ্যা সামষ্টিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে আগামী দিনে এই দেশের নাম ভারত নাও থাকতে পারে।’

সম্প্রতি দেশটির একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলা ভারতের অন্যতম বৃহৎ সমস্যা। ১৯৪৭ সালে একবার ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। এ দেশ আবারও ভাগ হবে ২০৪৭ সালে। তখন ভারত নামটিও হয়তো হারিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি