ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বাঙালি শরণার্থীদের নাগরিকত্বের বিরোধিতায় সিন্ধুর মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানে জন্ম নেওয়া আফগান ও বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণার বিরোধিতা করেছেন সিন্ধুর প্রাদেশিক সরকারের স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনি।

গতকাল রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করাচিতে বাঙ্গালি ও আফগান শরণার্থীদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার ইঙ্গিত করলে এর বিরোধীতা করেন তিনি।

গনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে যদি আফগান ও বাঙালি শরণার্থীদের সন্তানদের চাকরি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা থেকে থাকে তাহলে তিনি `বনি গালা` এলাকার নিজের বাড়ীর দরজা তাদের জন্য খুলে দিতে পারেন।

এদিকে ইমরান তার ঘোষণায় বলেন, ৪০ বছর ধরে তারা করাচিতে বসবাস করছেন। তাদের সন্তানরাও এই শহরেই বড় হচ্ছে, কিন্তু তাদের নেই কোন পাসপোর্টে কিংবা কোন পরিচয়পত্র। এগুলো না থাকলে চাকরি হয় না, আর চাকরি হলেও তাদের বেতন হয় অর্ধেক।

ইমরানের ঘোষণা অনুযায়ী সিন্ধু প্রদেশের করাচিতে বাস করা লাখ লাখ বাঙালি শরণার্থীদের সন্তানরা এই সুযোগ পাবেন। জাতিসংঘের হিসেব অনুযায়ী, পাকিস্তানে এখন ১৪ লক্ষ আফগান শরণার্থী বসবাস করছেন। তাদের অনেকেরই জন্ম হয়েছে পাকিস্তানে।

সূত্র: পার্সটুডে

 

এমএইচ/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি