ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

শান্তিনিকেতনে বাংলাদেশ মিউজিয়াম খুলছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের শান্তিনিকেতনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে তৈরি  হয়েছে বাংলাদেশ মিউজিয়াম। আজ মঙ্গলবার  জনসাধারণের জন্য এ মিউজিয়াম খুলে দেওয়া হচ্ছে।

এ মিউজিয়ামে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাওয়া প্রত্নসামগ্রী এবং বিশ্বকবির ব্যবহৃত সামগ্রীর রেপ্লিকা থাকছে এখানে।

শান্তিনিকেতনে বিশেষভাবে তৈরি এ মিউজিয়ামে আরও থাকছে পদ্মাপারের বিভিন্ন উন্নয়নের ছবি  এবং ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন তথ্য।

অক্টোবর মাস পর্যন্ত মিউজিয়ামে প্রবেশমূল্য থাকছে না। তবে নভেম্বর থেকে প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ রুপি। এমনিতেই এখন কলকাতায় পা দিলেই বাংলাদেশ থেকে আসা পর্যটকরা দলে দলে শান্তিনিকেতন ঘুরতে যান।

এদিকে শান্তিনিকেতনের বর্তমান ভারপ্রাপ্ত ভিসি সবুজকলি সেন মনে করেন, বাংলাদেশ ভবন হওয়ায় আরও বেশি সংখ্যায় বাংলাদেশিরা আসবেন এখানে।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি