ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

কথা রাখলেন ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিলাসবহুল ১০২টি গাড়ির ৬১টি নিলামে বিক্রি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসক মেজর আসিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দেশটির নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিলাসবহুল গাড়ি বিক্রি করার ঘোষণা দেন। ব্যয় সংকোচনের নীতি হিসেবে তিনি এই ঘোষণা দেন।

মেজর আসিফ বলেন, নিলামে মোট ১০২ টি গাড়ি তোলা হয়েছিলো। যার মূল্য নির্ধারণ করা হয়েছিলো এক বিলিয়ন রুপি। তবে যে গাড়িগুলো নিলামে বিক্রি হয়নি সেগুলোর মূল্য জাতীয় রাজস্ব বোর্ড পুনরায় নির্ধারণ করবে বলে জানান তিনি।

দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, নিলাম থেকে প্রাপ্ত মোট অর্থ জাতীয় কোষাগোরে জমা হবে।

প্রসঙ্গত, পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান তার প্রথম ভাষণে বলেছিরেন, তিনি সরকারি ব্যয় হ্রাস করবেন। এই নীতির অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত গাড়িগুলো বিক্রি করার ঘোষণা দেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি