ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সিরিয়ান ক্ষেপনাস্ত্র হামলায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ছোড়া সিরিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতেইস রুশ বিমানটি ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সোমবার সিরিয়ায় যখন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চলছে, তখন ভূমধ্যসাগরের ওপর দিয়ে ১৪ আরোহীসহ একটি রুশ সামরিক বিমান রাডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল।

মস্কো বলছে, সিরিয়ার ছোড়া ক্ষেপনাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয়েছে বিমানটি। তবে বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ইসরাইলকে দায়ী করছে রাশিয়া। রাশিয়া বলছে, রুশ বিমানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি বিমানগুলো যাতায়াত করছিল। যার ফলে রুশ বিমানটি মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আমরা ইসরায়েলের সেনাবাহিনীর এই আচরণকে আগ্রাসী বিবেচনা করছি। তাদের এই দায়িত্বহীনতার কারণে ১৫ জন রুশ সেনার মূল্য দিতে হয়েছে। মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সিরীয় উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের ওপরে রুশ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি