ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

ইরাক সীমান্তে ১৫ দায়েস যোদ্ধা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ১৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইরাক ও সিরিয়ার অভিন্ন সীমান্তে ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে দায়েস গোষ্ঠীর অন্তত ১৫ যোদ্ধা নিহত হয়েছে। ইরাকি সামরিক বাহিনীর মিডিয়া সেন্টার থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দায়েস যোদ্ধাদের একটি গুহার ভেতরে হত্যা করা হয়েছে, যাকে তারা নিজেদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আল-আনবার প্রদেশের আকাশাত শহরের ওই গুহায় ইরাকি নিরাপত্তা বাহিনী হামলা চালায়। এ সময় সেখান থেকে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ ও আত্মঘাতী বোমার হামলায় ব্যবহৃত বেল্ট উদ্ধার করা হয়।

গত কয়েক সপ্তাহ ধরে দায়েশ সন্ত্রাসীরা মহররমের শোকানুষ্ঠানে আত্মঘাতী হামলার পরিকল্পনা নিয়ে কারবালায় ঢোকার চেষ্টা করেছে। তবে ইরাকি নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এর আগে, ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদশে সন্ত্রাসীদের হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি