ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

ইয়েমেন থেকে আরব আমিরাতের সেনা প্রত্যাহার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২৩ সেপ্টেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মাহরাহ প্রদেশ থেকে সেনাবাহিনীর সর্বশেষ দলকে প্রত্যাহার করেছে। আবুধাবি সরকার এসব সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল এবং এরইমধ্যে তারা দেশে ফিরে গেছে। খবর প্রকাশ করেছে শাবাব টেলিভিশন।   

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের কয়েকটি সূত্র শাবাব টেলিভিশন চ্যানেলকে শনিবার জানিয়েছে, আমিরাতের সেনাদেরকে একদিন আগে প্রত্যাহার করা হয় এবং তারা যে ভবন ব্যবহার করত তা স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর দারিদ্রপীড়িত ইয়েমেনের সামরিক আগাসন চালিয়ে আসছে। তবে আবুধাবি কেন তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।

এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি