ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:০০, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এ ভূমিকম্পের কারণে সুনামিও সৃষ্টি হয়েছে।

সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালাসহ কয়েকটি উপকূলীয় এলাকায় সাড়ে ছয় ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, ভূমিকম্পের ফলে ৩০ জনের প্রাণহানি হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, বহু ভবন ধসে পড়েছে।

উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার লুম্বক দ্বীপে কয়েকটি ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত হানে ৫ আগস্ট। ওই সময় ভূমিকম্পে ৪৬০ জনের বেশি মানুষের প্রাণ গেছে।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি