ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

তালেবানের ওপর হামলা চালানো মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে চালানো এফ-৩৫ বিমান হামলার একদিন পরই এই দুর্ঘটনা ঘটলো। এফ-৩৫বি জয়েন্ট স্ট্রাইক ফাইটার নামের ওই বিমানটি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার মেরিন কোরের ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। তবে বিমানের পাইলট ভাগ্যক্রমে বেঁচে গেছেন বলে জানিয়েছে বিবিসি।

 মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তা ছিল এফ-৩৫ ‘বি’ মডেলের যা মার্কিন মেরিন কোর ব্যবহার করে এবং এ বিমান সংক্ষিপ্ত রানওয়ে থেকে উড়তে এবং খাড়াভাবে ল্যান্ড করতে পারে।’

বিমান বিধ্বস্তের ঘটনায় বড় রকমের আহত হয় নি কেউ বরং বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। মার্কিন বাহিনী এ বিমানকে মেরিন কোরের জন্য প্রধান যুদ্ধবিমান বানানোর পরিকল্পনা করেছিল। এফ-৩৫ বিমান তৈরিতে প্রতিটির জন্য খরচ পড়ে অন্তত ১০ কোটি ডলার।

এমজে/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি