ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

এবার ব্যাংকপ্রধান হলেন সৌদি নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি আরবে প্রথমবারের মত একজন নারীকে একটি ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

সৌদি ব্রিটিশ ব্যাংক (এসএবিবি) এবং আলাওয়াল ব্যাংক মিলে এ নতুন ব্যাংকটি প্রতিষ্ঠিত হবে, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সৌদি ব্যবসায়ী লুবনা আল ওলায়ন।    

নারীদের অধিকার প্রদান এবং কন্জারবেটিভ পলিসি থেকে সৌদি আরব সড়ে আসার কারণে এটি সম্ভব হয়েছে।

বর্তমানে ওলায়ন তাদের পারিবারিক ব্যবসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ফোবর্সের ম্যাগাজিনে ২০১৮ সালে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নারীদের তালিকায় নাম উঠে আসে তার নাম।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীদের ক্ষমতায়নে নানাবিধ উদ্যোগ নেন। এজন্য তিনি ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেন।

এর পর থেকে নারীদের ক্ষমতায়নের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে চলতি বছরের জুনে সৌদি নারীরা গাড়ি চালানোর অনুমতি পান। 

সূত্র: বিবিসি

 

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি