ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় ক্ষত বাড়ছেই: মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৪৬, ৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে ইন্দোনেশিয়ার পালু শহরে নিহতের সংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছেছে।

স্থানীয় সেনা মুখপাত্র এম. তোহির জানান, এ পর্যন্ত এক হাজার ৯৪৪টি লাশ উদ্ধার করা হয়েছে এবং পালু শহরের একটি গুরুত্বপূর্ণ হোটেলে উদ্ধার তৎপরতা শেষ করা হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে পালুর শহরতলি প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। এখনও প্রায় পাঁচ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে আশংকা করা হচ্ছে।

সেনা মুখপাত্র তোহির বলেন, ‘নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ‌সরকারের পক্ষ থেকে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। ফলে এখনও মৃতদেহ উদ্ধার হবে বলেই মনে করা হচ্ছে।’ 

দুর্ঘটনায় হাজার হাজার মানুষ নিখোঁজ থাকলেও জীবিত কাউকে উদ্ধারের আশা একেবারেই শেষ হয়ে আসছে। ধ্বংসস্তুপের নিচে এখন যাদের পাওয়া যাচ্ছে তারা প্রায় সবাই মৃত।

পালু শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ১১ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান চলবে এবং ওই দিন নিখোঁজদের সর্বশেষ তালিকা প্রকাশ করা হবে।  

সূত্র: পার্সটুডে

এমএইচ/একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি