ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ভারতে স্টিল প্লান্টে বিস্ফোরণে নিহত ৬, আহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের ছত্তিশগড়ের ভিলাইয়ে এক ভায়াবহ বিস্ফোরণে ছয় জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সেখানকার এক স্টিল প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটে।

ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন বলে সেখানকার স্থানীয় পুলিশ সূত্রে বলা হয়েছে। ছত্রিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তত্ত্বাবধানেই চলে ওই স্টিল প্ল্যান্ট।

সূত্র: কলকাতা ২৪x৭

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি