ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

‘মার্কিন রাজনীতিতে হস্তক্ষেপের ইচ্ছে নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ১২ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে চীনের নেই বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং ফেং।

চীনের বিরুদ্ধে মার্কিন সরকার দেশটির আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় বলে যে অভিযোগ তুলেছে তা নাকচ করে গতকাল বৃহস্পতিবার তিনি এ বক্তব্য দেন।   

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সম্প্রতি বলেছেন, নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেস নির্বাচনে হস্তক্ষেপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চীন গুরুত্বহীন করে তোলার চেষ্টা চালাচ্ছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যখন বাণিজ্য-যুদ্ধ চলছে তখন পেন্স এই মন্তব্য করেন।

বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে আমেরিকা ও চীন পরস্পরের শত শত পণ্যের ওপর অস্বাভাবিকহারে শূল্ক বসিয়েছে। অথচ এসব পণ্যের বিপরীতে দু দেশের মধ্যে হাজার হাজার কোটি ডলারের বাণিজ্য চলে আসছে।

এ প্রসঙ্গে ফেং বলেন, মার্কিন শূল্কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অধিকার চীনের রয়েছে। চীন যে পাল্টা ব্যবস্থা নিয়েছে তা যৌক্তিক এবং নিয়ন্ত্রিত। আমরা শুধুমাত্র আমাদের বৈধ অধিকারকে রক্ষার চেষ্টা করছি; আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে আমাদের নেই।

সূত্র : পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি