ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

গঙ্গাকে দূষণমুক্ত করার দাবি

অনশনে মারা গেলেন পরিবেশবিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

গঙ্গাকে দূষণমুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে যাওয়া অধ্যাপক জিডি আগারওয়াল মারা গেছেন। শুক্রবার দেশটির এআআএমএস হাসপাতালে মারা যান তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

চলতি বছরের ২২ জুন থেকে গত চার মাস ধরে অনশনে থাকার পর বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের বিজেপি সরকারের পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

সাত বছর আগে এভাবেই গঙ্গা পরিশোধনের দাবি তুলে চার মাস ধরে অনশন করে মারা যান হরিদ্বারের স্বামী নিগমানন্দ। 

গঙ্গাকে রক্ষা করার জন্য আইন প্রণয়নের দাবির পাশাপাশি গঙ্গোত্রী থেকে উত্তরকাশীর মধ্যে গঙ্গার বহমানতা যেন কোনোভাবে বাধা না পায়— সেই দাবিও জানিয়েছিলেন জিডি আগারওয়াল।

তার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি