ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রকে নিজের চরকায় তেল দিতে বলল চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কাজে যুক্তরাষ্ট্র যেন মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সেজন্য সতর্ক করে দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং।

সম্প্রতি একাধিক মার্কিন কর্মকর্তা চীনের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে বলেন, দেশটির জনগণের বাক স্বাধীনতা নেই। এরই উত্তরে চীনা মুখপাত্র এ কথা বলেন।

লু ক্যাং এ সময় অন্য দেশের চিন্তা না করে যুক্তরাষ্ট্রকে তার নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটানোর আহ্বান জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হওয়ার কারণে দেশটিকে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বের করে দেওয়া হয়েছে। কাজেই এমন একটি দেশের কর্মকর্তারা অন্য দেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করার অধিকার রাখেন না।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাইবার জগতে গুপ্তচরবৃত্তির জন্য চীনকে অভিযুক্ত করা থেকেও যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে হবে। চীন যদি সত্যিই গুপ্তচরবৃত্তি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান লু ক্যাং।

সূত্র: পার্সটুডে

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি