ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

তুরস্ক থেকে মুক্তি পেয়ে দেশের পথে মার্কিন যাজক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সাজাপ্রাপ্ত মার্কিন ধর্ম যাজক এন্ড্রু ব্রানসনকে মুক্তি দিয়েছে তুরস্কের একটি আদালত। মুক্তি পাওয়ার পর তিনি নিজ দেশের উদ্দেশ্যে তুরস্ক ছেড়েছেন। 

মুক্তি পাওয়া ওই যাজকের নাম এন্ড্রু ব্রানসন। তাঁকে তুরস্কে আটক রাখার কারণে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্কের অবনতি হয়। হোয়াইট হাউজ বলছে শনিবার মিলিটারি বেইস মেরিল্যান্ডে আসবেন ব্রানসন। 

এর আগে তুর্কি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ২০১৬ সাল থেকে দু’বছর ধরে আটক ছিলেন মার্কিন  এই যাজক। ওই বছর জুলাই থেকে তিনি গৃহবন্দি ছিলেন। একই অভিযোগে তাকে তিন বছরের সাজা দেওয়া হয়েছিল।

কোর্টের সিদ্ধান্তের পর ব্রানসন তার বাড়িতে ফিরে যাবেন। এ জন্য তুরস্কের ইজমির প্রদেশের এয়ারপোর্ট থেকে তার স্ত্রী নরিনের সাথে তুরস্ক ছাড়বেন তিনি।

মুক্তির পর এক প্রতিক্রিয়ায় এন্ড্রু ব্রানসন বলেন, মুক্তির জন্য আমার পরিবারের পার্থনা বাস্তবায়ন হলো। নিজ দেশ যুক্তরাষ্ট্রে যেতে পারব বলে আমি খুব আনন্দ অনুভব করছি। 

এন্ড্রু ব্রানসনকে মুক্তি দেওয়ার বিষয়টি একদিকে যুক্তরাষ্ট্রের জন্য যেমন সুখবর, ঠিক তেমনি তুরস্কের বাজারের জন্যও ভালে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার অস্তিরতা কটাতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আল-জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি