ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

যৌন হয়রানির অভিযোগ

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১৪ অক্টোবর ২০১৮

ভারতে চলছে ‘মি টু’ ঝড়। তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরাও এই ঝড়ে আক্রান্ত। এরই মধ্যে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করছেন সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

গত ৮ অক্টোবর ভারতের দুই নারী সাংবাদিক তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এরপর তার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নারী ও শিশু উন্নয়নবিষয়ক মন্ত্রী মণিকা গান্ধি এ ঘটনায় তদন্ত করার কথা বলেন। এছাড়াও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস যৌন হয়রানির অভিযোগে আকবরের পদত্যাগ দাবি করেন।

আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা ওই দুই নারী সাংবাদিকের একজন প্রিয়া রামানি। প্রায় এক বছর আগে ভোগ ম্যাগাজিনের ভারত সংস্করণে প্রকাশিত প্রবন্ধে তিনি এই যৌন নির্যাতনের কথা বলেছিলেন।

টুইট বার্তায় প্রিয়া রামানি বলেন, ‘সেই ঘটনার জন্য দায়ী এম জে আকবর।’ এ ছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন, যাদের বেশিরভাগই সাংবাদিক। তাদের অভিযোগ, মন্ত্রী আকবর সম্পাদক থাকাকালীন তারা যৌন হেনস্তার শিকার হন। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার সকালে নাইজেরিয়া থেকে দিল্লি আসেন এম জে আকবর। বিমানবন্দরে পা রাখা মাত্রই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে পরে বিবৃতি দেওয়া হবে।’

সূত্রের খবর, ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আকবর। যদিও তার ইস্তফা এখনও গৃহীত হয়নি। কারণ পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বিষয়টি নিয়ে তার বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।

সূত্র : আনন্দবাজার, জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি