ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

সামরিক উত্তেজনা কমাতে একমত দুই কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১৬ অক্টোবর ২০১৮

উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা কামাতে দেশ ‍দুটির শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা একমত হয়েছেন।

সোমবার দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজম গ্রামে দ্বিপক্ষীয় এক বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার ঐক্য বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশ দুটির মধ্যে আর কখনো যাতে সামরিক উত্তেজনা সৃষ্টি না হয় বা সামরিক সংঘাত না বাধে সে লক্ষ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়া একটি যৌথ সামরিক কমিটি গঠনে সম্মত হয়েছে।

এর আগে গত এপ্রিলে পানমুনজমে পরস্পরের সঙ্গে সাক্ষাতে মিলিত হন দুই কোরিয়ার শীর্ষ নেতারা

দুই কোরিয়ার মধ্যে রেল যোগাযোগ এবং পায়ে হাঁটার সংযোগ পথ স্থাপন করতেও পিয়ংইয়ং ও সিউলের মধ্যে সমঝোতা হয়েছে দক্ষিণ কোরিয়ার বিবৃতিতে জানানো হয়েছে।

বৈঠকে তারা সিদ্ধান্ত নেন যে, দুই কোরিয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে কথা বলার জন্য ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা, ২০২০ সালে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে দুই কোরিয়ার যৌথ টিম পাঠানো, ২০৩২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক যৌথভাবে আয়োজন করা, দু’দেশের স্থল ও নৌ সীমান্তে নিরাপদ অঞ্চল ঘোষণা করা এবং সামরিক হুমকি প্রশমন করা।

সূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি