ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

ইদলিবকে জঙ্গি আস্তানা হতে দেওয়া হবে না: সিরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ২৭ অক্টোবর ২০১৮

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে জঙ্গিদের নয়া অভয়ারণ্যে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি।

শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইদলিব সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং তা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করবে দামেস্ক।

সিরিয়ার বেশিরভাগ এলাকা থেকে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর উৎখাত হয়ে গেলেও তারা বর্তমানে ইদলিব প্রদেশে ঘাঁটি গেড়ে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। সিরিয়ার সেনাবাহিনী ওই প্রদেশ পুনরুদ্ধারের জন্য ব্যাপক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্যকামী শক্তিগুলো সম্ভাব্য এ অভিযান থামিয়ে দেওয়ার লক্ষ্যে ব্যাপক চেষ্টা শুরু করেছে।

এদিকে সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বাশার জাফারি বলেছেন, মার্কিন জোট সন্ত্রাসীদের অবস্থানকে টার্গেট না করে বাকি সব লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

এর আগে সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছিলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএসের) বিমান বাহিনীতে পরিণত হয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

 

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি