ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ইউরোপীয় ইউনিয়নকে ইরান

অবিলম্বে এসপিভি চালু করুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ২৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর মার্কিন চাপ কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে ব্যর্থ হলে পরমাণু সমঝোতা মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন- ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

তিনি বুধবার ব্রাসেলসে বেলজিয়ামের উপ পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো প্লোভিমের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আরাকচি বলেন, গত মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ওই সমঝোতার আলোকে ইরানকে প্রয়োজনীয় অর্থনৈতিক সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইইউ’র ওই প্রতিশ্রুতির কারণে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়নি বলে তিনি উল্লেখ করেন। ইইউ নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে পরমাণু সমঝোতার ভবিষ্যত বিপন্ন হবে বলে তিনি মন্তব্য করেন।
ইইউ বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালু রাখার জন্য একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। কয়েকমাস আগে এই প্রচেষ্টা শুরু হলেও এখনো ইউরোপীয় দেশগুলো এসপিভি নামের ওই অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে পারেনি যা ইরানকে ক্ষুব্ধ করে তুলেছে।
আরাকচি বুধবার ইউরোপীয় দেশগুলোকে অবিলম্বে ‘স্পেশাল ভেহিকেল পারপাস’ বা এসপিভি চালু করার আহ্বান জানিয়েছেন।

সাক্ষাতে বেলজিয়ামের উপ পররাষ্ট্রমন্ত্রী প্লোভিম বলেন, অচিরেই এসপিভি চালু করা যাবে বলে ইউরোপীয় দেশগুলো আশা করছে। যেকোনো মূল্যে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করতে হবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সূত্র : পার্সটুডে
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি