ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

পুলওয়ামায় জঙ্গি হামলা

জাতিংঘে উঠল জইশ-ই-মহম্মদের নাম, বিবৃতিতে সই চীনের

প্রকাশিত : ১০:৪১, ২২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৪২, ২২ ফেব্রুয়ারি ২০১৯

জাতিংঘের নিরাপত্তা পরিষদে বড় জয় ভারতের। পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে যৌথ বিবৃতি দিয়েছে জাতিংঘ। তাতে নেওয়া হল জইশ-ই-মহম্মদের  নাম। বিবৃতিতে  সই করল চীনও। যদিও মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণায় এখনও রাজি নয় বেইজিং।

আন্তর্জাতিক চাপে ক্রমেই কোনঠাসা হচ্ছে পাকিস্তান।  মুখ  রাখতে মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সৈদের সংগঠন জামাত উদ দোয়া আর তাদের সেবা প্রতিষ্ঠান ফালাহ ই ইনসানিয়ত ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। লস্কর এর প্রকাশ্য সংগঠন হিসেবে কাজ করে জামাত উদ দোয়া।

পাকিস্তানে স্কুল, মাদ্রাসা, হাসপাতাল সহ তিনশ সংস্থা চালায়  তারা। পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবক, এবং কয়েকশ কর্মী রয়েছে তাদের। হাফিজকেই আগেই নিষিদ্ধ ঘোষণা করেছেন রাষ্ট্রসঙ্ঘ। তবে হাফিজের সংগঠন নিষিদ্ধ হলেও মাসুদ আজহারকে নিয়ে এক্কেবারে  চুপ ইসলামাবাদ।

প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ জন জওয়ান শহিদ হওয়ার পরই জাতিংঘের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।শোকবার্তা পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে। মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ, ভুটানের বিদেশমন্ত্রী টান্ডি দরজির পাশাপাশি অ্যামেরিকা এবং রাশিয়ার তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি