ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

আমরা যুদ্ধ চাই না, তবে প্রস্তুত রয়েছি: পাক সেনাবাহিনী

প্রকাশিত : ০৯:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর

আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর

কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণ ছাড়াই ভারত ইসলামাবাদকে দোষারোপ করেছে যা গ্রহণযোগ্য নয়। এ কথা বলেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, “ভারত এখনো দু দেশ ভাগ হয়ে যাওয়ার বাস্তবতাকে মেনে নেয় নি।”

তিনি আরও বলেন, “১৯৬৫ সালে ভারত পাকিস্তানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং আত্মরক্ষা কথা বলে তারা পরমাণু অস্ত্র বানিয়েছে। এছাড়া, ভারত সবসময় সন্ত্রাসবাদের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।”

কাশ্মিরের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে আইএসপিআর’র মহাপরিচালক বলেন, সীমান্ত রেখা বরাবর ভারতের কয়েক স্তরের সেনা রয়েছে। সীমান্ত থেকে কয়েক মাইল ভেতরে হামলা হয়েছে। ভারতের এসব সেনাকে এড়িয়ে কী করে পাকিস্তানি সেনারা সেখানে হামলা করতে পারে? এক্ষেত্রে ভারত তাদের সেনাবাহিনীকে জিজ্ঞাসাবাদ করতে পারে। 

জেনারেল আসিফ গফুর বলেন, “ভারত যুদ্ধ শুরুর চেষ্টা করছে কিন্তু আমরা তা করছি না। আমরা শুধু আমাদের দেশকে রক্ষার চেষ্টা করছি যা আমাদের অধিকার। কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে, আপনারা আগ্রাসন শুরু করলে আমাদের সেনাবাহিনী বিস্মিত হবে না কিন্তু আমরা আপনাদেরকে বিস্মিত করে দেব। আশা করি আপনার বার্তা পেয়েছেন এবং পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়াতে যাবেন না। সেনারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করবে।” 

জেনারেল আসিফ গফুর বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ভারতকে জবাব দিয়েছেন কিন্তু সামরিক বাহিনীর জবাব হবে ভিন্ন।” তিনি আরো বলেন, “আমরা আশা করি ভারত সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করবে।”

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি