ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সিসির সঙ্গে কখনোই কথা বলতে চাই না: এরদোগান

প্রকাশিত : ১৮:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সিসির মতো লোকের সঙ্গে আমি কখনোই কথা বলবো না।

সম্প্রতি মিসরে ৯ জনকে ফাঁসি দেয়ায় দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে এমন কড়া কথা বলেছেন এরদোগান।

শনিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন সমালোচনা করেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সিসি মিসরের ৯ তরুণকে সম্প্রতি ফাঁসিতে ঝুলিয়েছে। এটি কিছুতেই গ্রহণযোগ্য নয়।

‘এখানে মিসরের প্রেসিডেন্টের পক্ষের একজন মধ্যস্ততাকারী প্রায়ই আমার কাছে এসে সিসির সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। আমি তাকে স্পষ্ট বলে দিয়েছি, তার (সিসি) মত রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমি কখনোই কথা বলব না’-যোগ করেন এরদোগান।

২০১৩ সালে মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ সিসি। তিনি মুসলিম ব্রাদারহুড নেতা মুরসিসহ তার দলের জেষ্ঠ নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছেন। এরপর থেকে মিসরের সঙ্গে তুরস্কের সম্পর্ক তলানিতে।

সম্প্রতি মুসলিম ব্রাদারহুড সমর্থক ৯ তরুণের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয় মিসরের আদালত। পরে গত বুধবার তাদের সাজা কার্যকর করা হয়। এর নিন্দা জানিয়ে এরদোগান বলেন, মিসর সরকার প্রধান হয়তো বলতে চাইবে আদালত তাদের (৯ তরুণ) সাজা দিয়েছে। কিন্তু দেশটিতে আদালত, বিচারবিভাগ ও নির্বাচন সব একজনের হুকুমে চলে। দেশটিতে একনায়কতন্ত্র ও সর্বাত্মকবাদ চলছে। আমরা এর নিন্দা জানাই। সেই সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সব রাজবন্দীর মুক্তির দাবি জানাই।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি