ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

যুদ্ধ নিয়ে মোদিকে সতর্ক করল ভারতের সাবেক গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ০৮:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

ভারতের সাবেক গোয়েন্দা প্রধান এ. এস. দৌলত

ভারতের সাবেক গোয়েন্দা প্রধান এ. এস. দৌলত

Ekushey Television Ltd.

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক গোয়েন্দা প্রধান এ. এস. দৌলত। তিনি যুদ্ধের চেয়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের  পক্ষেই যুক্তি তুলে ধরেছেন।

এ. এস. দৌলতের এ মতামত কংগ্রেস সমর্থিত পত্রিকা ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত হয়েছে। তিনি এতে যুদ্ধ কোনো পিকনিক নয় বলেও মন্তব্য করেছেন।একই ধরনের বক্তব্য দিয়েছেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম।

তিনি বলেছেন, যে আত্মঘাতী ব্যক্তির হামলায় ৪০ জন জওয়ান নিহত হয়েছেন সে ভারতের নাগরিক। গোলযোগপূর্ণ কাশ্মিরের জনগণের হৃদয় ও মন জয় করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছেন এস দৌলত।

এ. এস দৌলত বলেছেন, তিনি মনে করেন না যুদ্ধ আসন্ন। সাবেক এ গোয়েন্দা প্রধান বলেন, “প্রধানমন্ত্রী মোদি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য উন্মুক্ত সুযোগ দিয়েছেন কিন্তু আজকের দিনে যুদ্ধ হচ্ছে নোংরা কিছু। আমি নিশ্চিত যে, যুদ্ধের বাইরে অন্য পথ খোলা আছে।”

তিনি আরোও বলেন, “মুম্বাই হামলার পর যুদ্ধের বিষয়টি এর চেয়েও বেশি জোরোশোরে উচ্চারিত হয়েছিল কিন্তু ড. মনমোহন সিং যুদ্ধ যান নি। ফলে নরেন্দ্র মোদিকে তার মতামত পুনর্বিবেচনা করতে হবে। শীর্ষ পর্যায়ের লোকজনকে পরিণতি নিয়ে ভাবতে হয়। যুদ্ধ কোনো পিকনিক নয়।”

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি