ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

পাকিস্তানে ভারতের হামলা : নিহত ৩০০

প্রকাশিত : ১২:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে জাইশ-ই-মুুহাম্মদের সন্ত্রাসী ঘাটি লক্ষ করে ভারতীয় বিমান বাহিনী আক্রমণ চালিয়েছে। আক্রমণে অন্তত ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।

মঙ্গলবার ভোর সাড়ে তিনটা নাগাদ এই আক্রমণ চালায় দেশটির বিমান বাহিনী। জানা গেছে ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়।

এতে ১ হাজার  কেজি  বোমা ফেলা হয়েছে বলে জানা গেছে। অভিযান  একশো ভাগ সফল  হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে ভারতের নিরাপত্তা বাহিনী ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ওই সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার নতুন করে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালালো দেশটি।

ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তান বলেছে, এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে চলতি মাসের ১৪ তারিখ পুলওয়ামায় জঙ্গি হামলায় সিআরপিএফের চল্লিশ জনেরও বেশি  জওয়ান প্রাণ হারায়। এই ঘটনার সাথে পাকিস্তান জড়িত বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি