ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

খালি হাতে বিষাক্ত কোবরা ধরলেন এক সৈনিক! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

মানুষের জীবন কেঁড়ে নেওয়ার জন্য কিং কোবরার একটা ছোবলই যথেষ্ট। তাই এই বিষধর সাপ দেখলে বেশির ভাগ মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মালয়েশিয়ার এক সৈনিক ফণা তুলে থাকা কিং কোবরাকে যেভাবে খালি হাতে ধরলেন, তা দেখে সোশ্যাল মিডিয়ার অনেকেই আশ্চর্য হচ্ছেন!

খালি হাতে সাপ ধরার ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে ফণা তুলে দাঁড়িয়ে আছে কিং কোবরা। এই সাপটির সামনে এক হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন ওই সৈনিক। অপর হাতটি ছিল পেছনের দিকে। এভাবে সে হাত রেখেছে ফণা তুলে থাকা সাপের মাথার উপর। 

এরপর সৈনিক আঙ্গুল ঠেকালো কোবরার মাথায়। আস্তে আস্তে ফনা নামালো কিং কোবরা। সৈনিকও হাত নামালেন সঙ্গে সঙ্গে। কোবরার মাথা যখন মাটিতে তখন সৈনিক একহাত দিয়ে চেপে ধরলেন। তারপর দু’হাত দিয়ে ফণা তুলে থাকা বিষাক্ত সাপটিকে মুহূর্তেই কাবু করলেন তিনি।

এই ভিডিও দেখে ওই সৈনিকের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়ার অনেকেই। তবে জওয়ান কেন সাপটিকে ধরলেন? ধরার পর কী করলেন? এ ব্যাপারে কোন তথ্য জানা সম্ভব হয়নি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি