ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

আফ্রিকার মসজিদে বন্দুক হামলায় হতাহত ১৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ১২ অক্টোবর ২০১৯

বুরকিনা ফাসোর স্যালমোসিতে একটি মসজিদে বন্দুক হামলায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শনিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় স্যালমোসির এ ঘটনায় ১৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আহত আরও তিনজনের।

দেশটির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা ওই হামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে তিনি বিস্তারিত কোনও তথ্য দেননি। 

এদিকে স্থানীয় গরম-গরম শহরের এক বাসিন্দা জানিয়েছেন, হামলার পর স্যালমোসি’র বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। সেখানে ২০১৫ সাল থেকে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আসছে দেশটির সরকার। তখন থেকে সেখানে প্রায় ৬০০ জনের অধিক লোক মারা গেছেন। বিদ্রোহী গোষ্ঠীটির উৎপত্তি হয় মূলত প্রতিবেশী দেশ মালিতে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয় প্রথমে উত্তরাঞ্চলে এবং পরে তা পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি