ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দিল্লিতে নতুন পুলিশ কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১২:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী (সিএএ) আইনকে কেন্দ্র করে ভারতে চলমান সহিংসতার জেরে দিল্লির পুলিশ কমিশনার পদে পরিবর্তন করা হয়েছে। 

অমূল্য পটনায়েককে সরিয়ে দিল্লির নতুন পুলিশ প্রধান করা হয়েছে এস এন শ্রীবাস্তবকে। আজ শুক্রবার সকালে তাকে নতুন পুলিশ কমিশনার করে কেন্দ্রীয় সরকার। 

গত চারদিনে সাম্প্রদায়িক হামলায় ৩৯ জন নিহতের পর দিল্লি পেল নতুন পুলিশ কমিশনার। 

এমনিতেই অমূল্য পটনায়েককের চাকরি জীবনের মেয়াদ এক মাস আগে ফুরিয়েছে। কিন্তু তার পরেও তাকে এক্সটেনশন দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তাকে পদ থেকে সরিয়ে দিলেন কেন্দ্রীয় সরকার।

সূত্র: এনডিটিভি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি