ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

চীনে নতুন আক্রান্ত ৪৯, লকডাউন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

চীনে আবার শুরু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯ জন। এর মধ্যে ১০ জন বহিরাগত, আর অন্য ৩৯ জনই বেইজিংয়ের স্থানীয়। দ্বিতীয় ধাপের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বেইজিংয়ের ১০টি এলাকা লকডাউন ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর আজ জাজিরা

সোমবার এক সংবাদ সম্মেলনে সিটি কর্মকর্তা লি জুনজি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইদিয়ান জেলায় এক পাইকারি বাজারে নতুন করে করোনা শনাক্ত হওয়ার পর ওই বাজার ও এর আশেপাশের স্কুল বন্ধ থাকবে। সেই সঙ্গে দশটি এলাকার মানুষ লকডাউনের মধ্যে থাকবে বলে জানান তিনি।

এর আগের দিন দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৫৭ জন। যা গত এপ্রিল মাসের পর চীনে একদিনে করোনায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। এমন পরিস্থিতিতে চীনে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বেইজিং জিনফাদি খাদ্য বাজারের কর্মীদের এবং এর পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় বসবাস করা লোকজনের করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ বাজারে যাওয়া ব্যক্তিদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে।

সরকারি কর্মকর্তারা জানান, এ এলাকার ৪৬ হাজার বাসিন্দার কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে তাদের। আর ইতোমধ্যে ১০ হাজারের বেশি লোকের করোনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে সোমবার বিদেশ থেকে দেশে ফিরে আসা ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চীনে বর্তমানে মোট ১৭৭ জন করোনা রোগী রয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি