ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আরব আমিরাতের আজমানে ভয়াবহ অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭, ৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি ফল ও সবজির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর খালিজ টাইমসের।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজমানের একটি শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে আগুন লাগে। পাশের একটি হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশঙ্কায় রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে। যা দুবাই থেকে ৫০ কিলোমিটার দূরে। 

অজমান পুলিশের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল শেখ সুলতান বিন আবদুল্লাহ আল নুয়াইম জানান, আগুন লাগার তিন ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছিল। সিভিল ডিফেন্স ইউনিট এবং পুলিশর সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পার্শ্ববর্তী ভবনগুলো বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

যদিও স্থানীয় হাসপাতালে আহতদের ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে। 

আগুন লাগার কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে একটি ইরানি দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। করোনাভাইরাস মহামারির কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল দোকানটি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি