ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

আফগানিস্তানে শান্তি আলোচনা শুরুতে দেরী না করার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১৭ আগস্ট ২০২০ | আপডেট: ০৯:১৬, ১৭ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমি খলিলজাদ- এপি

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমি খলিলজাদ- এপি

Ekushey Television Ltd.

আফগানিস্তানে লড়াইরত দলগুলি যেন শান্তি আলোচনায় বিলম্ব না করে এ জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শান্তি প্রক্রিয়ায় বিরোধিতাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করতেও বলা হয়েছে। গত শুক্রবার আফগান জাতীয় দলের শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী একজন মহিলা সাবেক সংসদ সদস্যের প্রাণনাশের চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমি খলিলজাদ এই আবেদন জানান। ভয়েস অব আমেরিকা’র। 

আফগান কর্মকর্তারা জানান, মহিলা মানবাধিকারের প্রবক্তা ও বিশিষ্ট আইনজীবী ফাওজিয়া কুফী শুক্রবার উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশ থেকে কাবুলে ফেরার সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। তবে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পান।

আফগান কর্মকর্তারা এই হামলাকে প্রাণনাশের প্রয়াস আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন। তবে এই হামলা কৃতিত্ব এখনো কেউ দাবি করেনি।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি