ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ভারতের সংসদ ভবনে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৭ আগস্ট ২০২০

আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটছেন দমকল বাহিনীর সদস্যরা- এনডিটিভি

আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটছেন দমকল বাহিনীর সদস্যরা- এনডিটিভি

Ekushey Television Ltd.

ভারতের দিল্লিতে দেশটির সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আজ সোমবার সকালে ‘পার্লামেন্টের অ্যানেক্স বিল্ডিংয়’ ৬ তলায় এ আগুন লাগে। খবর এএনআই ও এনডিটিভি’র। 

জানা যায়, দমকলের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আগুনের সূত্রপাত কোথায় তা এখনও জানা যায়নি। নিরাপত্তা রক্ষীরা পুরো এলাকাকে ঘিরে রেখেছে। 

করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সংসদ অধিবেশন। সাময়িক কিছু কাজ ছাড়া কোনও অধিবেশন এখনও পর্যন্ত শুরু হয়নি। অন্যান্য ভবনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন পরিমান জানা যায়নি। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি