ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

সৌদি বিমানঘাঁটিতে ইয়েমেনিদের ড্রোন হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২ এপ্রিল ২০২১

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গত ছয় বছর ধরে সৌদি আরব ও তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতিশোধ হিসেবে বিমানঘাঁটিতে হামলা চালানো হলো।

সৌদি আরব কিং খালিদ বিমানঘাঁটি সহ আরো বিভিন্ন বিমানঘাঁটি ব্যবহার করে ইয়েমেনের বিরুদ্ধে বর্বর বিমান হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার শেষ বেলায় ইয়েমেনের সামরিক বাহিনী কিং খালিদ বিমানঘাঁটি ওপর হামলা চালায়। 

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, সৌদি বিমানঘাঁটির ওপর হামলা চালাতে তারা দুটি কাসেফ-২কে ড্রোন ব্যবহার করেছে। 

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে এবং এতে দারিদ্রপীড়িত আরব দেশটি ধ্বংস্তুপে পরিণত হয়েছে।
সূত্র : পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি