ঢাকা, বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৩০ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে যোগ দিতে ২১ মে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। এ কথা জানায় হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির এক বিবৃতিতে বলেন, ‘আমাদের জোটকে আরো শক্তিশালী এবং আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারে প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট মুনের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

তিনি বলেন, ‘মুনের এই সফরে যুক্তরাষ্ট্র ও কোরিয়ার দৃঢ় সম্পর্ক এবং আমাদের দুই দেশের সরকার, জনগণ এবং অর্থনীতির ব্যাপক ও গভীর বন্ধন প্রতিফলিত হবে।’

জানুয়ারিতে দায়িত্ব গ্রহনের পরে মুন হবেন দ্বিতীয় বিশ্বনেতা যিনি হোয়াইট হাউস সফর করবেন। এর আগে চলতি মাসের প্রথম দিকে জাপানের প্রধানমন্ত্রী ইউসিহিদো সুগা জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন।

বাইডেন প্রশাসন চীনের সঙ্গে প্রতিযোগিতাকে অব্যাহত গুরুত্ব দেয়ায় মুনের সঙ্গে বৈঠকে এশিয়ান মিত্রদের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকার পাবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি