ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

রিয়াদ-তেহরান আলোচনা : আশাবাদী সৌদি পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১৯ মে ২০২১

সৌদি আরব তাদের প্রতিপক্ষ দেশ ইরানের সাথে পরীক্ষামূলক আলোচনার পর তা এগিয়ে নেয়ার ব্যাপারে ‘আশাবাদী’। এ দু’দেশের মধ্যে আন্তরিক আলোচনা বিষয়ে বিরল এক মন্তব্য করতে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এএফপি’কে এমন কথা বলেন। খবর এএফপি’র।

সরকারি পর্যায়ে বৈঠকের লক্ষ্য হচ্ছে সুন্নি মুসলিম দেশ সৌদি আরব ও শিয়া মুসলিম দেশ ইরানের মধ্যে পাঁচ বছর আগে ভেঙ্গে যাওয়া সম্পর্ক পুনরায় গড়ে তোলা।

মঙ্গলবার প্যারিসে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘আমরা কতিপয় পরীক্ষামূলক আলোচানার উদ্যোগ নিয়েছি।’ সেখানে তিনি দু’টি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করছেন।

ফিনান্সিয়াল টাইমসে প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত ইরানের সাথে এ আলোচনার বিষয় গোপন রাখা হয়েছিল। গত ৯ এপ্রিল বাগদাদে দেশ দু’টির মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমির আন্তরিক প্রচেষ্টায় এ আলোচনার পথ সুগম হয়।

এদিকে ইরান সরকার ১০ মে এ আলোচনার খবর নিশ্চিত করে।

প্রিন্স ফয়সাল বলেন, ‘ইরান তাদের প্রতিবেশিদের সাথে ভাল সম্পর্ক গড়তে আগ্রহ দেখালে সেটি এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমি আশাবাদী হতে পারি।’ তবে তিনি আবারো জোর দিয়ে বলেন, এক্ষেত্রে তারা ‘একেবারে প্রাথমিক পর্যায়ে’ রয়েছে।

আগামী জুনে অনুষ্ঠেয় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন এ আলোচনার ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি মনে করেন এটি স্বাভাবিক থাকবে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি