ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

ইয়েমেনে আটক সুদানি ও সৌদি সেনাদের ছবি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ১৫ জুন ২০২১

ইয়েমেনে আটক বহু সংখ্যক সৌদি সেনা ও সুদানের সৈন্যদের ছবি প্রকাশ করেছে সামরিক বাহিনীর অপারেশন্স কমান্ড সেন্টারের মিডিয়া ব্যুরো। একই সাথে বেশকিছু সৌদি সেনার সাক্ষাৎকার প্রচার করা হয়েছে।

সম্প্রতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে অভিযান পরিচালনার সময় এসব সেনা ও ভাড়াটেদের আটক করে ইয়েমেনের সেনারা। সৌদি সেনাদের স্বীকারোক্তিমূলক সাক্ষাৎকার ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরায় সম্প্রচারিত হয়েছে।

সাক্ষাৎকারে আটক সেনারা নিজেদের পরিচয় দিয়ে তারা সামরিক বাহিনীর কোন ইউনিটে ছিল তা জানাচ্ছে। তারা বলেছে, আটক হওয়ার পর ইয়েমেনি সেনাদের কাছ থেকে তারা মানবিক আচরণ পেয়েছে। তারা তাদের পরিবারকেও আশ্বস্ত করেছে যে, তারা সবাই সুস্থ আছে। 

এসব বন্দী সৌদি সরকারের প্রতি তাদের মুক্তি নিশ্চিত করা ও ইয়েমেনের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই যুদ্ধকে তারা অযৌক্তিক বলেও মন্তব্য করেছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি