ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

মালিতে বিচ্ছিন্নতাবাদী হামলায় ৬ সেনার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ২৬ জুন ২০২১

বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মালির যুদ্ধ বিধ্বস্ত সাহেল প্রদেশের মধ্যাঞ্চলে শুক্রবার ৬ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। একই দিনে দেশটির উত্তরাঞ্চলে গাড়ি বোমা হামলায় আহত হয়েছে জাতিসংঘের ১৫ শান্তিরক্ষী। 

জাতিসংঘ এক টুইটার বার্তায় জানায়, মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে একটি অস্থায়ী ঘাটির কাছে গাড়ি বোমা হামলার পর সেখানে উদ্ধার অভিযান চলছে। 

জার্মান প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প ক্যারেনবার বলেছেন, শান্তিরক্ষীদের মধ্যে ১২ জন জার্মান নাগরিক, এদের ৩ জন গুরুতর আহত হয়েছে। ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা স্থিতিশীল । 

তিনি এক বিবৃতিতে বলেন, ১ জনের সার্জারি চলছে, আহত সকলকে হেলিকপ্টারে করে সরিয়ে আনা হচ্ছে। হামলায় বেলজিয়ামের ১ সেনা আহত হয়েছে। 

মালিতে বিভিন্ন দেশের প্রায় ১৩ হাজার সৈন্য শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। মালিতে ২০১২ সাল থেকে বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় হাজার হাজার সামরিক ও বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি