ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ ৫৯২ জন মৃত্যুর রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ১২ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় শনিবার একদিনে সর্বোচ্চ ৫৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪১৯ জন।

দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৫৫০ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫শ জন। 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ কথা জানা গেছে। 

সূত্রমতে, নতুন করে ২১ হাজার ৭৭১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩০ জন। মালয়েশিয়ায় এ পর্যন্ত ৬৫.২ শতাংশ লোক করোনার অন্তত একটি ডোজ এবং ৫২.১ শতাংশ লোক পুরো ডোজ টিকা নিয়েছে।

সূত্র-বাসস

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি