ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

উচ্চতা কমছে ভারতীয়দের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৯ অক্টোবর ২০২১

দিন দিন দৈহিক উচ্চতা কমছে ভারতীয়দের। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে।

জেএনইউ'র সমীক্ষায় দেখা যায়, বিগত দেড় দশক ধরে ভারতীয়দের গড় উচ্চতার গ্রাফ নিম্নমুখী। ‘গ্লাস ওয়ান’ পত্রিকায় এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় প্রতি সাত থেকে দশ বছর পরপর জাতীয় পরিবার স্বাস্থ্য সার্ভের মাধ্যমে নাগরিকদের শারীরিক তথ্য লিপিবদ্ধ করে। তা থেকেই তথ্য সংগ্রহ করেছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সমীক্ষকরা।

কিন্তু প্রশ্ন হল, কেন এভাবে দিন দিন ভারতীয়দের উচ্চতা কমে যাচ্ছে? 

গবেষকদের একাংশের মতে, পুষ্টির অভাব এর জন্য দায়ী হতে পারে। এছাড়া জিনগত সমস্যা বা পরিবেশের ভারসাম্যও উচ্চতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

তবে উচ্চতা কমে আসাতে রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। কারণ কোনও জাতির উচ্চতার হ্রাস বৃদ্ধি তাদের সামাজিক জীবন ধারণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। এছাড়া আর্থসামাজিক দিকটিও বিশেষভাবে এক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

তবে কেন ভারতীয়দের গড় দৈহিক উচ্চতা কমে যাচ্ছে তার সঠিক কারণ নিয়ে এখনও  নিশ্চিত নন কেউই। সমীক্ষকরাও বলছেন, শুধু তথ্য পাওয়া গেছে। গবেষণার পরেই জানা যাবে এর কারণ।

সূত্র : ভিওএ
এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি