ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কমপাসু’র আঘাত, নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১২ অক্টোবর ২০২১

গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় কমপাসুর প্রভাবে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে ৯ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা এ কথা জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় ‘কমপাসু’ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার (৬২ মাইল) বেগে ফিলিপাইনে অবতরণ করে। এ কারণে আশেপাশের প্রায় ১৬০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগ সংস্থা বলেছে যে, তারা আঞ্চলিক ইউনিটগুলোর তথ্য যাচাই করছে। যা উত্তর বেঙ্গুয়েট প্রদেশে ভূমিধসে চারজন এবং দেশের দক্ষিণ-পশ্চিমে একটি দ্বীপ প্রদেশ পালাওয়ানে ফ্ল্যাশ বন্যায় পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছে।

কর্তৃপক্ষ ভূমিধসের পর নিখোঁজ ১১ জনের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছিল। ফিলিপাইনে ৭৬০০ টিরও বেশি দ্বীপপুঞ্জ রয়েছে। তার একটি দ্বীপপুঞ্জ বছরে প্রায় ২০টি ঝড় বা টাইফুন দ্বারা আঘাত হানে। যার ফলে ভারী বৃষ্টিপাত হয় যা মারাত্মক ভূমিধসের সৃষ্টি করে।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে সরকারের দুর্যোগ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছিলেন, তার মুখপাত্র হ্যারি রোক মঙ্গলবার বলেছেন।

তিনি বলেন, উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে ছিলেন, বিদ্যুৎ ও পানি পুনরুদ্ধার এবং রাস্তা পরিষ্কার করার কাজ চলছিল।

রাজ্য আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ১৩তম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফিলিপাইনে ঢুকবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : রয়র্টাস 
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি