ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

কলকাতার পৌর ভোটে কোভিডের বর্জ্য প্রায় ১৬ হাজার কেজি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ২১ ডিসেম্বর ২০২১

প্রাথমিক হিসাবে ধারণা করা হয়েছিল, ৩০০টি গাড়ি হলেই সমস্ত বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব। কিন্তু কোভিড বর্জ্যের বহর দেখে নামানো হয়েছিল আরও ৩০০টি, অর্থাৎ মোট ৬০০টি গাড়ি। কারণ পরিসংখ্যান বলছে, রোববার ভারতের কলকাতা পৌর নির্বাচনের দিন সব বুথ মিলিয়ে সৃষ্টি হয়েছে ১৬ হাজার কেজি কোভিড বর্জ্য। 

একে করোনা সংক্রমণ চলছে। তার মধ্যে চোখ রাঙাচ্ছে এই ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ফলে, পৌরসভার ১৪৪টি ওয়ার্ডের অধীনস্থ সব বুথেই কোভিড-বিধি মানা বাধ্যতামূলক ছিল।

সেই কারণে প্রতিটি বুথেই অন্যান্য বর্জ্যের পাশাপাশি মাস্ক, গ্লাভস, পিপিই কিটসহ কোভিড বর্জ্য তৈরি হয়েছিল প্রচুর। 

তথ্য বলছে, পৌর এলাকার ১৬৮৪টি ভোট কেন্দ্রে মোট বুথের সংখ্যা ছিল ৪৯৫৯টি। গড়পরতায় দেখা গেছে প্রতি ভোটকেন্দ্র থেকে প্রায় ১০ কেজি কোভিড বর্জ্য উৎপন্ন হয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন 

এসবি 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি