ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ওমিক্রনের ভ্যাকসিন বাজারে আনছে ফাইজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ১১ জানুয়ারি ২০২২

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে এর ভ্যাকসিন ফেব্রুয়ারিতে বাজারে নিয়ে আসছে ঔষধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান ফাইজার।  

সোমবার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা এ তথ্য জানান। আশা করছেন, আগামী মাসের মধ্যে তারা কভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভ্যাকসিন বাজারে ছাড়বে।   

আলবার্ট বোরলা সিএনবিসি টেলিভিশনকে জানিয়েছেন, সরকারের সদিচ্ছার কারণে ইতোমধ্যে ওমিক্রনের ভ্যাকসিন তৈরি শুরু করেছে। ওমিক্রন ভ্যারিয়েন্টসহ বিপুল সংখ্যক লোক কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় কর্তৃপক্ষ ওমিক্রন আক্রান্তদের মাঝে ভ্যাকসিন প্রয়োগ করে ‘সাফল্যের’ দাবি করছে।

বোরলা সিএনবিসি’কে জানিয়েছেন, ‘ আগামী মার্চে এই ভ্যাকসিন তৈরি শুরু বাজারজাত করা হবে।‘আমাদের এই ভ্যাকসিন প্রয়োজন হবে কি-না, তা আমি জানি না। আমি জানি না কীভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।’

তিনি বলেন, ওমিক্রনে আক্রান্ত গুরুতর অসুস্থ লোকদের সুরক্ষায় দুই ধরনের ভ্যাকসিনের বুস্টার ডোজসহ ‘পর্যাপ্ত’ মজুত রয়েছে।

সিএনবিসি’র সঙ্গে সোমবার পৃথক এক সাক্ষাৎকারে মর্ডানার সিইও স্টিফেন বানচেল বলেছেন, কোম্পানি ওমিক্রনসহ ২০২২ সালের মধ্যে করোনার অন্য কোন ভ্যারিয়েন্ট দেখা দিলে তা মোকাবেলা করার জন্য বুস্টার ডোজ তৈরি করছে।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি