ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মী অপহৃত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মাঠ পর্যায়ের কাজ শেষে এডেনে ফেরার পথে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে ৫ কর্মীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি জানিয়েছেন, শুক্রবার আবিয়ান থেকে এই ৫ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। 

এছাড়া বলেছেন, “তাদের মুক্তি নিশ্চিতে কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে জাতিসংঘ,”।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জাতিসংঘের এই কর্মীদের কারা অপহরণ করতে পারে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। 

তবে ইয়েমেনি কর্মকর্তারা এই অপহরণের জন্য আল-কায়েদা জঙ্গিদের সন্দেহ করছেন বলে প্রতিবেদনে প্রকাশ করেছে গার্ডিয়ান।

অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনই ইয়েমেনি, একজন অন্য দেশের নাগরিক। তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে, বলেছেন নাম প্রকাশ করতে রাজি না হওয়া ওই কর্মকর্তারা।

অপহরণকারীরা এই ৫ কর্মীর জন্য মুক্তিপণ এবং কারাবন্দি কয়েক জঙ্গির মু্ক্তি চেয়েছে বলেও জানা গেছে।

পশ্চিম এশিয়ার ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের সঙ্গে ২০১৫ থেকেই সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের তুমুল লড়াই চলছে।

রাজধানী সানা থেকে সৌদি সমর্থিত সরকারকে হুতিরা উৎখাত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়; ২০১৫ সালে রিয়াদ ও তার মিত্ররা ওই গৃহযুদ্ধেই হস্তক্ষেপ করে বসে।

আরএমএ/ এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি